গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান পরিচালককে। তাঁর কিডনির সমস্যা রয়েছে বলে খবর। এই মুহূর্তে আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই পরিচালকের কোভিড টেস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে পরিচালকের করোনা পরীক্ষা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই হাসপাতাল সূত্রে খবর ৷ প্রথম অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হলেও সোমবার অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান পরিচালককে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তরুণ মজুমদারের অবস্থা স্থিতিশীল ৷ কিডনির সমস্যার সঙ্গে, হার্ট ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি হয়, তারপরই সিসিইউতে স্থানান্তর করা হয়। সজ্ঞানে আছেন এখনও ।