বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার

গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান পরিচালককে। তাঁর কিডনির সমস্যা রয়েছে বলে খবর। এই মুহূর্তে আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই পরিচালকের কোভিড টেস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে পরিচালকের করোনা পরীক্ষা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই হাসপাতাল সূত্রে খবর ৷ প্রথম অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হলেও সোমবার অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান পরিচালককে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তরুণ মজুমদারের অবস্থা স্থিতিশীল ৷ কিডনির সমস্যার সঙ্গে, হার্ট ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি হয়, তারপরই সিসিইউতে স্থানান্তর করা হয়। সজ্ঞানে আছেন এখনও ।