বিনোদন

Sreela Majumdar : প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার

বাংলা বিনোদন জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। ক্যানসারে প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী। জরায়ুতে ক্যানসার রোগ বাসা বেঁধেছিল তাঁর। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে তিনি অসুস্থ ছিলেন। শেষে এদিন দুপুরে হার মানলেন মারণ রোগের কাছে। চলে গেলেন না ফেরার দেশে। এদিন দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় টালিগঞ্জে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মত দাপুটে অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।  তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পরশুরাম, এক দিন প্রতিদিন, অকালের সন্ধানে, খারিজ, চোখ, আরোহণ, মান্দি, শংকর মুদি, দামুল, ফিরিয়ে দাও প্রভৃতি। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, “আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে শোকাহত। শ্রীলা ছিলেন একজন উল্লেখযোগ্য এবং শক্তিশালী অভিনেত্রী যিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ভূমিকা পালন করেছেন। এটি বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা তার উপস্থিতি মিস করব। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।” মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় জগতে হাতেখড়ি শ্রীলা মজুমদারের। নাটকের মহড়া থেকে শ্রীলা মজুমদারকে প্রথম খুঁজে পান, বলা ভালো আবিষ্কার করেছিলেন মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেনের ছবিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে শ্রীলা মজুমদারের। অভিনেত্রীর শেষ কাজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও কাজ করেছেন তিনি।