দেশ

চলছে উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোট দিলেন মোদি-সোনিয়া

দিল্লিতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় এবং বিরোধী শিবিরের (তৃণমূল সমর্থিত নয়) মার্গারেট আলভা । ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। তারপর শুরু হবে গণনা। প্রাথমিক হিসেবে উপরাষ্ট্রপতি পদের দৌড়ে এগিয়ে জনদীপ ধনখড়। তিনি পেতে পারেন ৫১৫-য়ের বেশি ভোট।শনিবার সকালে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সোনিয়া গান্ধি সহ অন্যান্যরা। অন্যদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল অংশ নেবে না বলেই জানিয়েছিল। তারা তাদের সিদ্ধান্তে অবিচল রয়েছে। প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে থাকার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল তৃণমূল। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দিল্লিতে উপস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।