জেলা

‘আগের বারের থেকেও বেশি মারজিনে আমি জিতব, আর সেটাই হবে মোক্ষম জবাব’, দাবি মহুয়া মৈত্রের

গত বছর মহুয়া মৈত্রকে ষড়যন্ত্র করে লোকসভা থেকে বের করে দেওয়া হয়েছে ৷ সিবিআই সমন পাঠিয়েছে, তাঁর অফিসে-বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ এবার বিপুল ভোটে জয়ী হয়ে মুখের উপর জবাব দেবেন বহিষ্কৃত লোকসভা সাংসদ ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ৷ ২০২৩ সালের ৮ ডিসেম্বর মহুয়া মৈত্রকে অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় সংসদ থেকে বহিষ্কার করা হয় ৷ তারপরেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে ফের কৃষ্ণনগর থেকেই প্রার্থী করেছে তৃণমূল ৷ আসন্ন লোকসভা ভোটে তাঁর জয় প্রসঙ্গে মহুয়া বলেন, “আমার জয় নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে জয়ের মার্জিন কতটা হবে ? 4 জুন দেখা যাক ৷ আমি এখানেই (কৃষ্ণনগরে) থাকি ৷ গত পাঁচ বছর ধরে এখানকার মানুষের মধ্যে রয়েছি ৷ এমনকী যখন বিধায়ক ছিলাম, তখনও ৷ এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক এতটাই গভীর যে, সে অর্থে এখানে কোনও ভোটই হবে না ৷” ২০১৯ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র মোট ভোটের ৪৫ শতাংশ ঝুলিতে ভরেছিলেন ৷ প্রতিপক্ষকে ৬০ হাজার ভোটে পরাজিত করেছিলেন ৷ এবারের নির্বাচন প্রসঙ্গে মহুয়া বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমায় বহিষ্কার করা হয়েছে ৷ আমার খ্যাতি, মর্যাদা নষ্ট করে দিয়েছে ৷ এই জয় একেবারে যোগ্য় জবাব হবে ৷”লোকসভা কক্ষে তাঁর তীক্ষ্ণ ভাষণের জন্য সাংসদ হিসেবে খ্যাতি পেয়েছিলেন তৃণমূলের মহুয়া ৷ যুক্তি-তক্কেও তিনি সমানে সমানে টক্কর দিয়েছেন ৷ রাজনীতিতে আসার আগে তিনি জেপি মরগ্যান চেস-এ অন্যতম শীর্ষকর্তা ছিলেন ৷ তাই রাজনীতি-পূর্ববর্তী জীবনেও তিনি সফল, তা বলাই যায় ৷