কলকাতা

এনআরএস থেকে করোনায় মৃতদের দেহ গোপনে সরানোর ভিডিও সম্পূর্ণ ভুয়ো, কড়া পদক্ষেপ প্রশাসনের

কলকাতাঃ এনআরএস হাসপাতাল থেকে করোনায় মৃতের দেহ গোপনে পাচার করা হচ্ছে, এমন দাবি করে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গোপনে করোনায় মৃতদের দেহ সরিয়ে ফেলা হচ্ছে বলে নিন্দার ঝড় ওঠে। শেষে হাসপাতাল ও কলকাতা পুলিশের তদন্তে উঠে আসে ওই ভিডিও সংক্রান্ত খবর সম্পূর্ণ ভুয়ো । ওই ফেক ভিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে লালবাজারে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এনআরএস-এর তরফে দায়ের করা হয়েছে এফআইআর। হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় এবং হাসপাতাল সুপার-সহ অন্যান্য আধিকারিকরা মর্গ পরিদর্শন করেন । খতিয়ে দেখেন মর্গের কাগজপত্র । তারপরেই হাসপাতালের তরফে জানানো হয়, প্রত্যেকটি দেহই ছিল বেওয়ারিশ মৃতদেহ। এঁদের কারও পরিচয় পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে যোগাযোগও করা যায়নি। তাঁদের কারও করোনা সংক্রমণ ছিল না। যার ফলে সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই মৃতদেহগুলি কলকাতা পুরসভার হাতে তুলে দেওয়া হয়েছিল সৎকারের জন্য।