বিনোদন

মহালয়ার সকালে কালীঘাটে পুজো দিলেন বলি অভিনেত্রী বিদ্যা বালন

মহালয়ার সকালে ভিড়ে ঠাসা কালীঘাট মন্দির চত্বর। তার মধ্যেই চুপিসারে পুজো দিতে এলেন বলি অভিনেত্রী বিদ্যা বালন। দুর্গা পুজোর আগেই শহরে পা রেখেছেন অভিনেত্রী। সোজা চলে গেলেন কালীঘাট মন্দিরে। লাল শাড়িতে একেবারে বাঙালি পোশাকে পুজো দিলেন বিদ্যা। বলি অভিনেত্রীকে দেখা মাত্রই মন্দির চত্বরের ভিড় যেন বেড়ে গিয়েছে আরও বেশি। হাসি মুখে ভক্তদের সঙ্গে ছবিও তুললেন। এদিন অভিনেত্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিতে এসেছিলেন তাঁর মুম্বইবাসী বোন ও ভগ্নিপতি। তবে মহালয়ার দিন বিদ্যার কালীঘাট দর্শন কোনও বিশেষ দিন হিসেবে নয়, কলকাতায় এলেই কালীঘাট মন্দিরে পুজো দেন বলেই জানিয়েছেন বিদ্যা বালন। শুক্রবার রাতে কলকাতায় এসেছিলেন তিনি। আর শনিবার ভোরবেলাতেই চলে যান কালীঘাটে মায়ের দর্শনে। ভক্তদের সেলফির আবদারই মিটিয়েছেন তিনি।