বিনোদন

তেলেগু সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা-কে ১২ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির

গত আগস্টে বহু প্রতীক্ষিত ‘লাইগার’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তেলেগু সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা। ছবিটি নিয়ে সকলের ভরপুর প্রত্যাশা থাকলেও ছবিটি মাত্র কয়েকদিনেই বক্সঅফিসে মুখ থুবরে পড়ে। প্রায় ১০০ কোটি টাকা বাজেটের তৈরি এই ছবি ৫০ কোটিও আয় করতে পারেনি। ছবির ব্যর্থতা ঘিরে রীতিমতো বিক্ষোভ শুরু হয়। ছবি বানাতে যে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল তা নাকি সম্পূর্ণ অবৈধ। সেই টাকার হিসেব খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে ইডি। এই ছবিতে জড়িত সকলকেই একে একে তলব করছে ইডি। সেই অনুযায়ী অভিনেতা বিজয় দেবেরকোন্ডাকেও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) সামনে হাজির হতে হয়। সূত্রের খবর, অভিনেতাকে হায়দ্রাবাদে ঘণ্টার পর ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল। খ্যাতি বাড়লেও ছবির সঙ্গে সঙ্গে তিনিও এই তদন্তের অংশ হয়ে যান। জিজ্ঞাসাবাদের পরপরই, দেবেরকোন্ডা দাবি করেন যে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। বলেন, “জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে। পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমায় যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। উত্তর দিয়েছি, যা জিজ্ঞাসা করা হয়েছে। আমাকে আর ডাকবে না। আমাকে যখন ডাকা হয়েছিল তখন আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি প্রশ্নের উত্তর দিয়েছি।” সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর আগে, ছবির পরিচালক পুরী জগন্নাথ এবং প্রযোজক চার্মে কৌরকেও হায়দ্রাবাদে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন ইডি। লাইগার-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরকোন্ডা এবং অনন্যা পান্ডে। এই ছবিতে বিতর্কিত প্রাক্তন বক্সার এবং হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসনের একটি সংক্ষিপ্ত ক্যামিও ছিল। ছবিটি দর্শকদের কাছ থেকে খারাপ পর্যালোচনা পায়।