দেশ

ফের পুঞ্চে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ভারতীয় জওয়ান, জখম ২

পাক সেনাবাহিনীর ছোঁড়া গুলি ও মর্টারে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। গুরুতর জখম দু’জন। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কিরনী সেক্টরের শাহপুরের কাছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। কোনও প্ররোচনা ছাড়াই উস্কানিমূলক কাজ করে চলেছে পাকিস্তান, অভিযোগ ভারতের। মধ্যে রাতে সীমান্তের ওপার থেকে সেনা ছাউনি লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করে পাকিস্তান। যদিও এর পালটা উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনা। ভারতের পালটা জবাবে পাকিস্তানি বেশ কয়েকটি পোস্ট ভেঙে পড়েছে বলে সূত্রের খবর।