বিদেশ

হাসিনা-রায়ের আগে রণক্ষেত্র ঢাকা! দেখামাত্র গুলির নির্দেশ

মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার কি ফাঁসির সাজা হবে ? সোমবার সকালে এই প্রশ্নের উত্তর দেবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনাল ৷ রবিবার রাত থেকে অশান্ত বাংলাদেশের রাজধানী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে পুলিশ ৷শহরেরে বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে ৷ অশান্তির আগুনে পুড়েছে একাধিক গাড়ি ৷ অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমাও উদ্ধার হয়েছে ৷ ঢাকার বিভিন্ন প্রান্তের দখল নিয়েছে পুলিশ ৷ সচিবালয় থেকে শুরু করে সুপ্রিম কোর্ট-সহ সমস্ত সরকারি ভাবনের বাইরে রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা ৷এর আগে মানবতা বিরেধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা ৷ এদিন রায় ঘোষণা করবে ট্রাইবুনাল ৷ তার আগে ঢাকায় লকডাউনের ডাক দেয় আওয়ামী লিগ ৷ যদিও লীগের কার্যকলাপের উপর আগেই বিধিনিষেধ জারি করেছে প্রশাসন ৷ কিন্ত গত মাস তিনেকের মধ্যে হাসিনার দলের সক্রিয়তা ক্রমশ বেড়েছে ৷ গ্রেফতারও করা হয়েছে কয়েক হাজার কর্মী-সমর্থককে ৷ আর এবাররে লকডাউনের সময় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য য৷বতীয় ব্যবস্থা করেছে প্রশাসন ৷ তবু রবিবার রাত থেকে ঢাকার বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৷ ঢাকার একটি থানা চত্বরে রাখা বাজেয়াপ্ত গাড়িতে আগুন লাগিয়য়ে দেওয়া হয় বলে খবর ৷ এর আগে শহরের অন্যতম ব্যস্ত এলাকা মীরপুরে ইউনূস প্রতিষ্ঠিত বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্কের সদর দফতরে বিস্ফোরণের ঘটনাও ঘটে ৷ হামলাকারীদের নিশানায় ছিল আরও কয়েকটি ব্যাঙ্ক ৷ তবে সময় থাকতে থাকতে বেশিরভাগ হামলাই রুখে দেওয়া গিয়েছে ৷পরিস্থিতি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম সাজ্জাত আলি বলেন, “আমি ওয়ারলেসের মাধ্যমে বাহিনীর আধিকারিক-সহ বাকিদের নির্দেশ দিয়েছি কেউ যদি বাসে আগুন লাগানো থেকে শুরু করে বোমাবাজির চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে গুলি চালাতে হবে ৷ “এদিকে হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় ইউনূস প্রশাসন ৷ তাঁর পাশাপাশি দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদউদজাম্মান খান কামাল এবং প্রাক্তন পুলিশ কর্তা আবদুল্লা আল মামুনেরও সাজা ঘোষণা হওয়ার কথা ৷ মামলার সরকারি আইনজীবী গাজি এইচ তামিম সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “আমরা হসিনাদের ফাঁসি চাই ৷ গতবছরের গণঅভ্যুত্থানের সময় যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারগুলিকে আর্থিক সহয়তা করার জন্য মামলায় দোষী সাব্যস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিও আমরা জানিয়েছি ৷ ” এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ আরও একবার খারিজ করে দিয়েছেন হাসিনা ৷ আওয়ামী লীগের ফেসবুকে প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি অডিও বার্তা পোস্ট করা হয়েছে ৷ তাতে হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, “এসব মামলা-হামলা আমি অনেক দেখেছি ৷ রায় ঘোষণা করে আমার মুখ বন্ধ করা যাবে না ৷ আদালতে কেউ মিথ্যা অভিযোগ করলে তা একদিন প্রকাশ্যে আসবেই ৷ আর কেউ যদি জোর করে নির্বাচিত সরকারকে ফেলে দেয় তাহলে তারও শাস্তি হবে ৷ মনে রাখবেন, ইউনূস ঠিক এই কাজটাই করেছেন ৷ সবটাই সময়ের অপেক্ষা ৷” ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। সোমবার সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় রায় ঘোষণা করা হবে। রায় শোনাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। এদিকে রায় ঘোষণার আগে ওপার বাংলায় দফায় দফায় অশান্তির খবর সামনে আসছে। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি, বাস, সরকারি প্রতিষ্ঠানের সামনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এমনকি, অ্যাম্বুল্যান্সেও ককটেল হামলার খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে গতকালই দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে ঢাকা পুলিশ। বলা হয়েছে, কোথাও কাউকে মানুষ, গাড়ি বা পুলিশের উপর অগ্নিসংযোগ বা ককটেল ছুড়তে দেখলেই গুলি করতে হবে।