কলকাতা

‘‌বিক্ষুব্ধ’দের উদ্দেশে নাম না করে ভার্চুয়াল বৈঠকে থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

শুক্রবার তৃণমূলের জেলা সভাপতি, সাংসদ এবং বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ‘‌বিক্ষুব্ধ’দের উদ্দেশে নাম না বৈঠকে থেকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‌যাঁরা লুটেরাদের সঙ্গে যেতে চান, চলে যান।’‌ বৈঠকে ছিলেন শুভেন্দুর বাবা তথা পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারীও। আর সেই কারণেই দলনেত্রীর বার্তা আরও বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাইছে রাজনৈতিক মহল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কাঁথি, হলদিয়া, নন্দীগ্রামে দলবিরোধী কাজে ব্যবস্থা নিন। দলবিরোধী কাজে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাঁরা সাহস করে আমার সঙ্গে থাকতে চান, থাকুন। যাঁরা লুটেরাদের সঙ্গে যেতে চান, চলে যান। অহঙ্কারীর পতন হবে, ট্রাম্পেরও পতন হয়েছে।’‌ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সীকে।সূত্রের বক্তব্য, এদিন বৈঠকে আক্ষেপ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর পদ নিতে অনেকেই আমার মৃত্যুকামনা করছেন। মৃত্যু তো আমার হাতে নেই। তা তো ভগবানের হাতে।’‌ দলনেত্রীর কথা শুনেই কেঁদে ফেলেন ‘‌বক্সীদা’‌। বলেন, ‘‌এমন কথা বলবেন না দিদি। বাংলার মানুষের সেবার জন্য আপনাকে অনেক দিন বাঁচতে হবে।’‌