দিঘার জগন্নাথ মন্দিরকে ধাম আখ্যা এবং প্রসাদ বিতরণকে চ্যালেঞ্জ করে ফের জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করল বিশ্ব হিন্দু পরিষদ । বুধবার এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ । চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে ।মামলা দায়েরের প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, আমাদের দেশে চারটি ধাম রয়েছে । বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম এই চারধাম হিন্দুদের পবিত্র স্থান বলে উল্লেখ করা হয় । হিন্দুদের এটা আবেগের বিষয় । এই পরিপ্রেক্ষিতে দিঘাকে নতুন করে ধাম আখ্যা দেওয়া যায় না । দিঘার ধামের নাম পরিবর্তন করা হোক । তাই আদালতে দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দটি বাদ দেওয়ার আবেদন করেছে বিশ্ব হিন্দু পরিষদ।পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, যে প্রসাদ প্রভুর নামে বিতরণ করা হচ্ছে সেটা ‘হালাল প্রসাদ’ । তাদের বক্তব্য, এই প্রসাদ দেওয়ার যে সিদ্ধান্ত সেটাতেও বদল আনা হোক । যাতে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনোভাবে আঘাত না-করে, এই ধরনের প্রসাদ দেওয়া হোক। প্রসঙ্গত, এর আগে দিঘায় মন্দির তৈরির বিরোধিতা করে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে । যদিও কলকাতা হাইকোর্ট সেসব মামলা খারিজ করে দিয়েছে । পরে দিঘার মন্দিরে ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তির বিরোধিতা করে দায়ের হয়েছিল মামলা । সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে । এই পরিস্থিতিতে বুধবার ফের দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ।


