সহযাত্রীর গায়ে প্রসাব করা থেকে শুরু করে বিমানের টয়লেটে বসে ধূমপান। কখনও বিমান সেবিকার সঙ্গে খারাপ আচরণ, আবার কখনও মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি। এরকম বিভিন্ন ঘটনা সম্প্রতি ঘটেছে। আর এইসব ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অশ্লীল ঘটনা সামনে এলো। জানা গিয়েছে, অভিযুক্ত ইতালিয়ান মহিলার নাম পাওলা পেরুসিও (৪৫)। আবু ধাবি থেকে মুম্বই যাচ্ছিলেন ইতালির ওই মহিলা। এয়ার ভিস্তারার UK256 বিমানে ইকোনমি ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তিনি বিমানের বিজনেস ক্লাসে গিয়ে একটি আসনে বসেন। তখন দু’জন বিমানকর্মী তাঁকে গিয়ে জিজ্ঞাসা করেন, তাঁর কিছু দরকার কি না। এরপরই বিমান কর্মীরা ওই মহিলাকে নির্দিষ্ট সিটে ফিরে যেতে অনুরোধ করেন। এরপরই ওই মহিলা রেগে গিয়ে বিমান কর্মীদের উপর চিৎকার করেন, গালা গালি দেন। আবার কারও গায়ে থুতু ছেটান। এরপরই নিজের পোশাক খুলে ফেলেন ওই মহিলা। এক আধিকারিকের কথায়, অর্ধনগ্ন অবস্থাতেই ওই মহিলা বিমান জুড়ে হেঁটে বেরিয়েছেন। ওই মহিলা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। পরে অবশ্য বিমান অবতরণের পর ওই মহিলাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ । মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করতেই ভিস্তারার নিরাপত্তা আধিকারিকদের হাতে ওই মহিলাকে তুলে দেওয়া হয়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাওলা নামে ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু আদালতে জামিন পেয়ে যান তিনি।