বিনোদন

‘ভুলভাল ছবি বানালে চলবে কী করে? ওয়েব সিরিজে অশ্লীলতা, নগ্নতা, অপব্যবহার’ বন্ধ করা দরকার’, স্পষ্ট বার্তা সলমনের

আগামী ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’! সম্প্রতি ফিল্ম ফেয়ার ২০২৩ সংক্রান্ত একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সলমন । সেখানে তাঁকে ওটিটিতে অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হয়। বর্তমানে ওয়েব সিরিজের প্রাধান্য অনেকটাই বেড়ে গিয়েছে। ওটিটিতে অভিনয়ের বিষয়ে সলমন খান বলেন, অবিলম্বে ওটিটিতে ‘অশ্লীলতা, নগ্নতা, অপব্যবহার’ বন্ধ করা দরকার। সলমন ওটিটি-তে ‘ক্লিন কন্টেন্ট’ স্বাস্থ্যকর সম্পর্কে তাঁর চিন্তাভাবনা প্রকাশ করেছেন। তাঁর কথায়, “আমি সত্যিই মনে করি মিডিয়াতে সেন্সরশিপ থাকা উচিত। এই সব.. অশ্লীলতা, নগ্নতা, গালি গালাচ (শপথ) বন্ধ করা উচিত।” কারণ এই ওয়েবসিরিজ গুলি এখন ১৫-১৬ বছরের বাচ্চারাও দেখে। কন্টেন্ট যত ক্লিন হবে, তত ভালো হবে এবং দর্শকের সংখ্যাও বাড়বে। তিনি আরও বলেন, “আপনি সবই করেছেন – প্রেম মেকিং, চুম্বন, সবটাই রয়েছে এখানে। কিন্তু যখন আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন, আপনার প্রহরীও একইভাবে এগুলো দেখবে। তাই, নিরাপত্তার কারণে আমি এগুলি ঠিক মনে করি না।তোমার সীমানা অতিক্রম করার দরকার নেই। আমরা ভারতে থাকি।” অন্যদিকে বলিউডে একের পর এক ছবি ফ্লপ হওয়ার কারণ হিসেবে অভিনেতাকে প্রশ্ন করা হলে সলমন বলেন, ‘আমি অনেকদিন ধরে এটা বলে চলেছি আমাদের হিন্দি ছবি চলছে না। ভুলভাল ছবি বানালে সেটা চলবে কী করে? পরিচালকরা ভাবে অন্ধেরি থেকে কোলাবাতেই ভারত শেষ হয়ে যায়।’