জেলা

দলের প্রতিষ্ঠা দিবসেই পূর্ব বর্ধমানের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি জেলা কার্যালয়ে বিক্ষোভ কর্মীদের, পড়ল তালা

দলের প্রতিষ্ঠা দিবসেই বিজেপি জেলা কার্যালয়ে ধুন্ধুমার। আবারও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তাল উত্তাল বর্ধমান। প্রকাশ্যে হাতাহাতি থেকে ধস্তাধ্বস্তি-বাদ থাকল না কিছুই। এমনকী দলীয় কার্যালয়ের মূল ফটকে পড়ল তালাও। বৃহস্পতিবার একদল বিক্ষুব্ধ বিজেপি কর্মী রাজু পাত্রের নেতৃত্বে পূর্ব বর্ধমানের ঘোরদৌড়চটির জেলা কার্যালয়ের সামনের মূল গেটে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি গেটের সামনে চলে বিক্ষোভ। দলের কার্যালয়ের ভিতরে আটকে পড়েন জেলা যুব মোর্চার সভাপতি পিন্টু সাম সহ অন্যান্যরা। এরপর তালা খোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়। তবুও বিক্ষুব্ধরা তালা না খোলায় পার্টি অফিস থেকে হাতুড়ি দিয়ে তালা ভেঙে দেয় এক কর্মী। যা নিয়ে শুরু হয় হাতাহাতি। পিন্টু সামের নেতৃত্বে হাতুড়ি এবং লাঠি  নিয়ে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দিকে তেড়ে যায় একদল কর্মী। এতেই পিছু হটে বিক্ষুব্ধ  বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিস। পরবর্তীকালে তারাই পরিস্থিতি স্বাভাবিক করে। এরই মধ্যে, বিজেপি কার্যালয়ের উল্টো দিকে বিক্ষুব্ধদের অস্থায়ী ক্যাম্প ভেঙে দেয় যুব মোর্চার কর্মীরা।