খাস কলকাতায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ ৷ মধ্য কলকাতার 25 নম্বর ওয়ার্ডের মুক্তারাম বাবু স্ট্রিটে একটি বিপজ্জনক বহুতলের সংস্কারের কাজ চলছিল ৷ সেই সময়ই ভবনের একাংশ ভেঙে পড়ে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ৷ ছুটির দিন হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে ৷ তবে সংস্কারের কাজে যুক্ত এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন ৷ তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত শ্রমিকের নাম সাবের মোল্লা ৷ বয়স 28 বছর ৷ 119 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটের বহুতলটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল ৷ সম্প্রতি বাড়ি সংস্কারের উদ্যোগ নেন মালিক ৷ সেই মতো শুরু হয় কাজ ৷ বেশ বড় জায়গাজুড়ে পুরনো দিনের দালান বাড়িটির ধাপে ধাপে সংস্কার কাজ চলছিল ৷ জরাজীর্ণ বাড়ির ভিতর দিকের সংস্কার কাজ ইতিমধ্যে শেষ ৷ বাইরের অংশে অর্থাৎ ফুটপাত লাগোয়া পাঁচিল-সহ একাংশের সংস্কার কাজ চলছিল ৷ সেখানেই এদিন বিপত্তি ঘটে ৷ আচমকা ধসে পড়ে যায় বাড়ির পাঁচিল ৷ ফুটপাত থেকে শুরু করে রাস্তার উপরে এসে পড়ে ধ্বংসস্তূপ ৷ যে লোহার বিম আটকে কাজ করা হচ্ছিল, সেটিও ভেঙে পড়ে যায় ৷
