বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ তথা লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা আইন সংশোধনের চেষ্টা নিয়ে আগেই সরব হয়েছিলেন। এবার বিল সংশোধনী উত্থাপনের বিরুদ্ধে নোটিস দিলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল ও হিবি ইডেন। ভারতের সংবিধান উদ্ধৃত করে ভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে সংসদে ওয়াকফ বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এই বিল সংখ্যালঘু মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। তবে সংসদে ওয়াকফ প্রসঙ্গ উত্থাপন করতেই বিরোধীরা সরব হন। তাঁদের দাবি, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি উস্কে দিতেই এই বিল পেশের পরিকল্পনা করা হয়েছে। কিরেণ রিজিজু বিলের সমর্থনে বলতে শুরু করলে সঙ্গে সঙ্গেই লোকসভা কক্ষ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের কথায়, ‘এই আইন কঠোর।’ তাঁর সংযোজন, এই আইন দেশের ধর্মীয় স্বাধীনতার অধিকার ক্ষুন্ন করবে। এমনকী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকেও বিপন্ন করবে।’ পাশাপাশি তিনি বিরোধিতা করেছেন ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্যদের নিযুক্তির বিষয়েও। তাঁর দাবি, বিভাজনের এই রাজনীতি দেশবাসী মেনে নেবেন না।