কলকাতা

ফের নিম্নমুখী পারদ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯

ফের নিম্নমুখী তাপমাত্রা।  গতকালের পর আজও ০.৩ ডিগ্রি নেমেছে পারদ।  আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।  অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘমুক্ত থাকায় সকাল থেকেই শীতের আমেজ বেশ ভালোভাবেই উপভোগ করতে পারছে শহরবাসী। আগামী কয়েকদিনেও পারদ নিম্নগামী থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ ভারতে সামান্য বৃষ্টির প্রকোপ থাকলেও, বাংলায় শীতের পথে এখনই কোনও বাধা নেই। তাই কয়েকদিনের মধ্যেই আরও জাঁকিয়ে শীত পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।  এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে তাপমাত্রা মোটামুটি ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছিল। বহরমপুরে আজ প্রায় ১২য় পৌঁছে যায় সর্বনিম্ন তাপমাত্রা।  অন্যদিকে আসানসোলে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রিতে।  শৈল শহর দার্জিলিংয়ে ইতিমধ্যেই ৮-এ নেমে গিয়েছে তাপমাত্রা।