মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর । ২০২১-২২ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশিত হল । এই টেস্ট পেপারগুলি সব স্কুল পাবে সম্পূর্ণ বিনামূল্যে। বৃহস্পতিবার এই মাধ্যমিক টেস্ট পেপারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, “প্রায় ৯ হাজার ৯৯১টি স্কুলের টেস্টের প্রশ্ন বাছাই করে এই টেস্ট পেপার তৈরি করা হয়েছে ।” ইতিমধ্যে তা প্রতিটি জেলায় পৌঁছে দেওয়া হয়েছে । প্রতি বছরের মতো এবারও ডিআইরা স্কুলে পাঠাবেন এই টেস্ট পেপার । তিনি আশাবাদী আগামী ক’দিনের মধ্যে সব মাধ্যমিক পরীক্ষার্থীরা টেস্ট পেপার হাতে পেয়ে যাবে । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলেন, “সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল একেবারে বিনামূল্যে এই টেস্ট পেপার পাবে ।” রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ এ প্রসঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, “মাধ্যমিক পরীক্ষা ৭ মার্চ শুরু হওয়ার কথা ৷ আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি । এর মধ্যে আমাদের কনফিডেনশিয়াল পেপারস নর্থ বেঙ্গল রিজিয়নে কাস্টোডিয়ানের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।”