জেলা

উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

এবার শীত বিদায়ের পালা। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দু-এক জায়গায় শিলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি কলকাতাস এবং নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে হালকা কুয়াশার সম্ভাবনা।