কলকাতা

গোষ্ঠী সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের, সপ্তাহে ২ দিন সম্পূর্ণ লকডাউন

সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ এবার রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । পরিস্থিতি সামাল দিতে সপ্তাহে ২দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা রাজ্যে । চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । আগামী সপ্তাহে বুধবার সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে ।পাশাপাশি কনটেনমেন্ট জোনগুলিতে আগের মতোই লকডাউন চলবে । আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । আগামী সপ্তাহে আপাতত বুধবার লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী সোমবার ফের একবার পর্যালোচনা বৈঠক হবে । সেই বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব । আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । বেশ কিছু জায়গা থেকে গোষ্ঠী সংক্রমণের খবর মিলেছে।” কোরোনা পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে বেশ কিছু হেল্পলাইন নম্বর আজ ঘোষণা করে রাজ্য প্রশাসন । এর মধ্যে রয়েছে দু’টি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর । একটি নম্বর হল 033 2341 2600 । অন্যটি হল 1800313444222 । এছাড়া টেলিমিডিসিন বিষয়ক পরিষেবার জন্য 033 2357 6001 হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে । অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য হেল্পলাইন নম্বরটি হল 033 4090 2929 ।