দেশ

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক ধনকড়ের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের যোগ দিতে সোমবার সকালেই দিল্লিতে উড়ে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রায় দেড় ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে বৈঠক শেষে এ প্রসঙ্গে মুখ খোলেননি রাজ্যপাল। ফলত স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালের ঠিক কী কী নিয়ে আলোচনা হল, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে সকলেই। হেমতাবাদের বিধায়কের মৃত্যুর পরই বাংলার আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব। রাজ্যে ৩৫৬ ধারা জারির আবেদন করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। রাষ্ট্রপতির কাছে আরজি জানিয়েছিলেন রাজ্যপাল মারফত পশ্চিমবঙ্গের রিপোর্ট তলবের। ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বিধানসভা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেন জগদীপ ধনকড়।

https://twitter.com/jdhankhar1/status/1285055626716954625