কলকাতা

দমকল এবং পুলিশে বিপুল নিয়োগ! অনুমোদন রাজ্য মন্ত্রিসভায়

লোকসভা নির্বাচনের আগেই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নবান্নের। দমকল ও রাজ্য পুলিশ, কলকাতা পুলিশে প্রায় ২০০০ টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দমকলে প্রায় ৬০০ টি পদ ও রাজ্য পুলিশ ১৩০০-এরও বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্য কলকাতা পুলিশেও নতুন করে ৩৫০টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে এমনই খবর। অন্যদিকে, এবার সুন্দরবন এলাকায় বন্যা প্রতিরোধে নয়া প্রকল্প। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় নতুন প্রকল্প তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ‘লোয়ার সুন্দরবন টেকসই সমুদ্র সম্পদ এবং অর্থনীতি প্রোগ্রাম’ নামক একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাঁধ সহ একাধিক প্রকল্প তৈরি করে সুন্দরবন এলাকায় বন্যা প্রতিরোধ করা হবে। ইতিমধ্যেই আর্থিক সহযোগিতায় রাজি হয়েছে বিশ্ব ব্যাঙ্ক। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিল রাজ্য সরকার। এবার থেকে পরিযায়ী শ্রমিকরাও পাবেন স্বাস্থ্যসাথী স্কিমের সুবিধা। এই মর্মে সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের জন্য বোর্ড গঠন করেছে নবান্ন। তাদের নামের তালিকা ও সম্প্রতি দুয়ারে সরকার কর্মসূচিতে নথিবদ্ধ করা হয়েছে। অন্যদিকে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা হাইকোর্টের একটি বিষয় উত্থাপিত হয়। সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুবিধাবাদী। উনি অপরচুনিস্ট, দেখলেন তো।”