কলকাতা

Tapas Roy joins BJP : বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়

আজ, বুধবার সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। তৃণমূলের পুরনো সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তাপস রায়। ২৩ বছরের তৃণমূলের সঙ্গে সম্পর্ক সমাপ্ত করলেন তিনি। সম্প্রতি দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল নানা কারণে। সোমবার তৃণমূলের ছাড়েন তাপস। এমনকী, সেদিন ইস্তফা দেন বিধায়ক পদ থেকেও। বিজেপিতে যোগ দিয়ে তাপস রায় বললেন, ‘বাংলার বুকে এই যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহাজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার, শিবু হাজরাদের সরকার। যে সরকার সংবিধান, আইন-কানুনের কথা বলে, কিন্তু হাইকোর্ট, সুপ্রিমকোর্টে রায়, নির্দেশ মানে না। পশ্চিমবঙ্গ থেকে এই ধরণের অমানবিক, জলদস্যুদের যাতে আগামিদিমে আমরা সকলে মিলে সরিয়ে শান্তির বাংলা গড়তে পারি, সেই শপথ নিয়েই বিজেপিতে যোগ দান করলাম’।