কলকাতা

এবারও বাংলায় ৭ দফাতেই ভোটগ্রহণ

গত কয়েকটি নির্বাচনে বাংলায় ভোট হয়েছে একাধিক দফায়। কারণ হিসেবে যুক্তি ছিল বাংলায় ভোটে হিংসা হয়। তা রুখতেই একাধিক ধারায় ভোট গ্রহণ। ফলে প্রায় একমাস ধরে চলে ভোট প্রক্রিয়ায়। এনিয়ে প্রতিবাদ হলেও গতবার ৭ দফাতে ভোট নেওয়া হয়েছিল বাংলায়। এবারও বাংলায় লোকসভা ভোট নেওয়া হচ্ছে ৭ দফায়। শেষ দফায় ভোট নেওয়া হবে বাংলা, বিহার, উত্তরপ্রদেশে। এককথায় লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল এবং শেষদফার ভোট নেওয়া হবে ১ জুন। ফলপ্রকাশ ৪ জুন।

প্রথম দফা – ১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

দ্বিতীয় দফা – ২৬ এপ্রিল – দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট

তৃতীয় দফা –  ৭ মে – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ,  জঙ্গিপুর

চতুর্থ দফা – ১৩ মে –  রাণাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বহরমপুর

পঞ্চম দফা – ২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগ,

ষষ্ঠ দফা – ২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল

সপ্তম দফা – ১ জুন – কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মণ্ডহারবার, মথুরাপুর, বারাসত, জয়নগর, দমদম, যাদবপুর, বসিরহাট

ভোট গণনা – ৪ জুন