দেশ

জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতিকে জেলে পোরা উচিত: রামদেব

যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সরব হলেন পদ্ম ঘনিষ্ঠ যোগ গুরু বাবা রামদেব। রাজস্থানের ভিলওয়াড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা লজ্জাজনক। অবিলম্বে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করে জেলে পোরা উচিত।’ বরাবরই বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যোগ গুরু বাবা রামদেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিয়মিত ভজনা করতে শোনা যায় তাঁকে। বিজেপি সরকারের গুনগানও করে চলেন নিয়মিত। যেখানে বিজেপি শীর্ষ নেতৃত্ব যৌন হেনস্তায় অভিযুক্ত দলীয় সাংসদকে বাঁচাতে আসরে নেমেছে সেখানে জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতিকে গ্রেফতারের দাবি জানিয়ে কার্যত পদ্ম শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন বিতর্কিত যোগগুরু। রাজস্থানের ভিলাওয়াড়ায় তিন দিনের এক যোগ শিবিরে যোগ দিতে এসেছেন রামদেব। যোগ শিবিরের উদ্বোধনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নানা বিষয়ে নিজের মতামত জানান। ওই সময়েই কুস্তিগীরদের আন্দোলন নিয়ে এক সাংবাদিক প্রশ্ন ছোড়েন। তার জবাবে বিজেপি ঘনিষ্ঠ যোগ গুরু বলেন, ‘জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতির বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তা লজ্জাজনক। অভিযোগ ওঠার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পোরা উচিত ছিল। কেননা, জেলের বাইরে থাকায় প্রতিদিনই আমাদের ভাই-বোনদের (আন্দোলনকারী কুস্তিগীর) বিরুদ্ধে অপমানজনক কথা বলে চলেছেন। এটা সত্যি-ই নিন্দাজনক।’