দেশ

আধ্যত্মিকতার শক্তিই ভারতকে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করছে: প্রধানমন্ত্রী

 ভারতের আধ্যাত্মিকতার শক্তিই ভারতকে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করেছে। তাতে আপনাদেরও অবদান আছে। শনিবার রাতে নিজের বাড়িতে সেঙ্গোল দিতে আসা শৈব সাধক আধিনামদের সামনে বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত পোহালেই উদ্বোধন হবে জন্মলগ্ন থেকে বিতর্কিত সেন্ট্রাল ভিস্তা বা নয়া সংসদ ভবনের। যা নিয়ে এখন আলোচনা চলছে ভারতের ওলিগলিতে। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল উদ্বোধনের অনুষ্ঠানটি বয়কট করার ডাক দিলেও অনেক তথাকথিত নিরপেক্ষ দল আবার সেন্ট্রাল ভিস্তা সরকার মানে জনগণের সম্পত্তি, কারোও বাবার নয়! এই মানসিকতা নিয়ে নরেন্দ্র মোদির উদ্বোধনী অনুষ্ঠানে যাওযার কথা ঘোষণা করেছেন। এই সবের মাঝেই দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে উদ্বোধন না করিয়ে স্বয়ং মোদি নিজে কেন উদ্বোধন করবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম, কংগ্রেস এমনকী নতুন রাজনৈতিক দল খোলা বিখ্যাত অভিনেতা কমল হাসান। এই সবের মাঝেই শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর নয়াদিল্লির বাসভবনে এসে সেঙ্গোল নরেন্দ্র মোদির হাতে তুলে দেন আধিনামরা। তাই বিরোধীদের কিছুটা কটাক্ষ করেই যেন মোদি বলেন, ভারত যত ঐক্যবদ্ধ হবে ততই শক্তিশালী হবে।