দেশ

আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা রাহুল গান্ধি

আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে ফের খোঁচা রাহুল গান্ধির। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক উপলক্ষে মুম্বইয়ে এসে আদানিকে নিয়ে নতুন করে মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল। এদিন তিনি বলেন, আদানি ইস্যু তুললেই অস্বস্তিতে ভুগতে শুরু করেন মোদি। কেন? কয়েকটি আন্তর্জাতিক এবং জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরে এদিন জোট বৈঠকের ঠিক আগে প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন রাহুল। শেয়ার বাজারে আদানির নয়া নয়ছয়ের খবর নিয়ে প্রশ্ন তুলে রাহুল বলেন, আমার প্রথম জিজ্ঞাস্য এগুলো কার টাকা? এগুলো কি আদানির টাকা, নাকি অন্য কারও? মরিশাসের ওপেক ইনভেস্টমেন্ট নামে একটি সংস্থার মাধ্যমে আদানি পরিবারের ঘনিষ্ঠরা কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছিল। রাহুল দি গার্ডিয়ান এবং ফিনান্সিয়াল টাইমস নামে দুটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর উল্লেখ করে অভিযোগ করেন, রহস্যজনকভাবে বিনিয়োগকারীরা আদানির শেয়ার কিনেছেন এবং বেচেছেন। এনিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি তোলেন রাহুল। তাঁর দাবি, প্রধানমন্ত্রীকে আদানির নাম করে পুরো বিষয়টি পরিষ্কার জানাতে হবে। কী চলছে তা স্পষ্ট বলতে হবে মোদিকে। যৌথ সংসদীয় কমিটি গঠন করে এর তদন্ত করতে হবে। প্রধানমন্ত্রী কেন তদন্ত করতে চাইছেন না আমি বুঝতে পারছি না, বলেন রাহুল। প্রধানমন্ত্রী নীরব কেন, যারা দোষী কেন তাদের গারদে পোরা হচ্ছে না! জি ২০ সম্মেলনে যোগ দিতে যখন বিশ্বনেতারা দেশে আসছেন, তার আগে এ ধরনের গুরুতর অভিযোগের জবাব চেয়ে রাহুল বলেন, এতে তো সম্মানহানি হচ্ছে দেশেরই। সম্মেলনের আগেই সরকারকে এনিয়ে স্পষ্ট জানাতে হবে। রাহুলের আরও অভিযোগ, এর আগেও গৌতম আদানিকে সেবি ক্লিনচিট দিয়েছিল। ফলে এটা পরিষ্কার যে এর পিছনে নিশ্চই কোনও রহস্য আছে।