করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর ব্যবহার করা যাবে না রেমডেসিভির। কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য যে ক’টি ওষুধ ব্যবহারের তালিকা রয়েছে, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে রেমডিসিভির। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ডেভেলপমেন্ট গ্রুপের একটি প্যানেল সাফ জানিয়ে দেয়, কোনও কোরোনায় আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা যতই খারাপ হোক না কেন, তাঁর শরীরে রেমডিসিভির প্রয়োগ করা যাবে না। প্যানেলের তরফে বলা হয়, অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির ব্যবহারের ফলে কোরোনায় মৃত্যুহার কমেছে, বা রোগীদের ভেন্টিলেশনে রাখার প্রয়োজন কমেছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি।