ইতিহাস তৈরি করল সমীর বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ ভিক্টর লিলভকে হারিয়ে উইম্বলডন জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতল প্রবাসী বাঙালি এই যুবক৷ জুনিয়র উইম্বলডন সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ১৭ বছরের মার্কিন মুলুকে থাকা প্রবাসী বাঙালি সমীর ব্যানার্জি। ফাইনালে নিজের দেশ আমেরিকার ভিক্টরকে স্ট্রেট সেট ৭-৫, ৬-৩ হারিয়ে ছোটদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হল সমীর। ১৯৯০ সালে এই জুনিয়র উইম্বলডন সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন লিয়েন্ডার পেজ। গতকাল ছোটদের উইম্বলডনের সিঙ্গলসের সেমিফাইনালে সমীর ৭-৬, ৪-৬, ৬-২ হারিয়েছিল ফরাসি গুয়েমার্ভ ওয়েনবার্গকে।