কলকাতা

সপ্তাহের শেষে রাজ্যে জাঁকিয়ে শীতের পূর্বাভাস

দু’দিনে কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গেল ! হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদ। ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে এখন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। রাজ্যে জাঁকিয়ে শীতের স্পেল। চলবে রবিবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অবাধ উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদপতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঠান্ডায় ইতিমধ্যেই উত্তরের জেলাগুলিকে টেক্কা দিতে শুরু করেছে পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম। সপ্তাহান্তে আরও কিছুটা কমবে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। ফলে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তুরে হাওয়া ঢুকতে আর কোনও বাধা নেই। সেই কারণেই পারদ নামতে পারে বেশ খানিকটা। ঘন কুয়াশার দাপট অব্যাহত দার্জিলিং-সহ উত্তরবঙ্গে। ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা দু-এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে। আজ, বৃহস্পতিবার কুয়াশার দাপট রাজ্যের চার জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা আরও আট জেলাতে। কলকাতায় দু’দিনে প্রায় পাঁচ ডিগ্রি তাপমাত্রা নেমে গেল শহরে। কলকাতাতে ১৩ ডিগ্রির ঘরে পারদ! সকালে কুয়াশা, ধোঁয়াশা। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নীচে। সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের পরিস্থিতি।