কলকাতা

রাজ্য জুড়ে শীতের আমেজ, আগামীকাল থেকে আরও কমবে তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রবিবার থেকে কমবে রাজ্যের তাপমাত্রা। সেইমতো দিন ও রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ায় রাজ্যজুড়ে শীতের আমেজ পড়েছে। আগামী তিন-চারদিন এই রকমের ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর। আগামীকাল থেকে তাপমাত্রা আরও কমবে। কলকাতায় ১৭ ডিগ্রি ও জেলায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামবে। সপ্তাহের শেষে অবশ্য ফের কিছুটা তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে আগামীকাল থেকে আকাশ মেঘমুক্ত থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার ফলে তাপমাত্রা হু-হু করে নামবে। রবিবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার শহরের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ। আলিপুরের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী মঙ্গলবার ও বুধবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ-সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু এলাকায়। এর প্রভাবে তাপমাত্রা কমবে মধ্য ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েক দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।