যাদবপুরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল মায়ের। অল্পের জন্য প্রাণে বাঁচল বছর চারেকের মেয়ে।জানা গিয়েছে, মৃতার নাম দেবশ্রী মণ্ডল (২৮)। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ স্বামীর সঙ্গে মোটরবাইক চেপে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা ওই মহিলা। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে একটি এস-৩১ বাস ধাক্কা মারে বাইকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্বামী ও মেয়ে। যদিও দুর্ঘটনায় মৃতার স্বামী গুরুতর আহত হয়েছেন। তাঁকে ইইডিএফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এত কিছুর পরেও বরাতজোরে অক্ষতই রয়েছে খুদে মেয়ে। ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ ৷ দুর্ঘটনার সঠিক কারণ জানতে এবং বাসটির গতিবেগ সম্পর্কে স্বচ্ছ ধারণার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এদিকে, ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা উল্টোডাঙা-হাডকো মোড়ে বিক্ষোভ করেন। দুর্ঘটনার পরই বাসটিকে আটক করা হয়েছে ৷