: সেলফির চক্করে প্রাণ যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও সেলফি তুলতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এবার প্রাণ গেল ঘরে, সোফায় বসেই। হাতে বন্দুক নিয়ে সেলফি তুলতে চেয়েছিলেন লখনউয়ের হরদই অঞ্চলের বাসিন্দা রাধিকা গুপ্ত। অসাবধানে গুলি ছুটে খুলি উড়ে যায় তাঁর। ঘটনার আকস্মিকতায় হয়রান স্থানীয়রা। যোগীর রাজ্য উত্তরপ্রদেশে বন্দুক টন্দুক নিয়ে ছবি তোলার হিড়িক নতুন নয়। বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুলি চালানোটা উচ্চবিত্তদের কাছে একরকম কৌলীন্য। আইন নিয়ে এ সময় কেউ মাথা ঘামায় না। রাধিকা বন্দুক নিয়ে সেলফি তুলতে চেয়েছিলেন। কিন্তু বন্দুক থেকে গুলি বের করে রাখতে ভুলে গেছিলেন তিনি। একহাতে গুলিভরা বন্দুক ধরে তার নলের ওপর থুতনি ঠেকান। এরপর অন্য হাতে মোবাইল ফোন ধরে সেলফি তুলতে গিয়েই বিপদ হয়। অসাবধানতার জেরে গুলি ছুটে থুতনিতে লাগে এবং খুলি ভেদ করে বেরিয়ে যায় তা।