নিউদিল্লি স্টেশনের মধ্যে এক তরুণী শারীরিক নির্যাতনের স্বীকার। ঘটনার সঙ্গে জড়িত চার রেলকর্মী। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিশ চাররেল কর্মীকে গ্রেফতার করেছে। শারীরিক নির্যাতনের কথা স্বীকার করে নিয়েছেন দিল্লি রেল পুলিশের ডেপুটি কমিশনার। এরা চারজন রেলের ইলেক্ট্রিক বিভাগের কর্মী। দিল্লি রেলপুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হরিন্দর কে সিং জানিয়েছেন, ধৃত চার রেলকর্মীর হলেন সতীশ কুমার, বিনোদ কুমার, মঙ্গল চাঁদ মীনা এবং জগদীশ চন্দ্র। দিল্লি রেল পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাত তখন প্রায় আড়াইটে। দিল্লি রেল পুলিশ একটি ফোন পায়। ফোন করেন এক তরুণী তার মোবাইল থেকে। দ্রুত দিল্লি পুলিশ ওই মোবাইল ট্র্যাক করার চেষ্টা করে। ট্র্যাকিংয়ে ধরা পড়ে আট এবং নয় নম্বর স্টেশনের মাঝামাঝি জায়গায় রয়েছেন তরুণী। দিল্লি রেল পুলিশের একটিদল রাতেই আট-নয় নম্বর স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌঁছে দেখে তরুণী প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে। ফুঁপিয়ে কানছে। নির্যাতিতাকে দ্রুত তারা হাসপাতালে ভর্তি করে। পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে দিল্লি রেল পুলিশ সতীশ কুমার, বিনোদ কুমার, মঙ্গল চাঁদ মীনা এবং জগদীশ চন্দ্রকে গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রুজু করা হয়েছে। পাশাপাশি রেল বোর্ড ওই চারজন কর্মীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে চলেছে। নির্যাতিতার বয়ান অনুযায়ী, ওই চারকর্মী তাকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুত দিয়েছিল।