লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করার পরেই তুমুল হট্টগোল। বুধবার পর্যন্ত মুলতুবি রাখা হল অধিবেশন। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিল এদিন পেশ করেন। বিলটি ধ্বনি ভোটে পাশ হয়। কিন্তু তারপরেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রথম ভাষণে নারী সংরক্ষণ বিলের কথা উল্লেখ করে বলেন, “বহু বছর ধরে নারী সংরক্ষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক কথাবার্তা হয়েছে। ৯৬ সালে প্রথম চালু হয়েছিল। এমনকি অটলজির সময়েও আমি বেশ কয়েকবার হাজির হয়েছিলাম। কিন্তু সংখ্যার অভাবে পাস করতে পারিনি।” রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। এর আগে লোকসভায়ও আমার অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছি। এখন আপনি আমাকে রাজ্যসভাতেও সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ। এটাই ছিল সংবিধান প্রণেতাদের উদ্দেশ্য। এই হাউস রাজনীতির বিশৃঙ্খলার ঊর্ধ্বে উঠে গুরুতর বুদ্ধিবৃত্তিক আলোচনার কেন্দ্রে পরিণত হবে এবং দেশকে দিকনির্দেশনা দেওয়ার শক্তি দেবে।