পূর্ব-ভারত অনুন্নত বলেই বাইরে কাজ করতে যায় যুবসমাজ: প্রধানমন্ত্রী
Posted onAuthorবঙ্গনিউজComments Off on পূর্ব-ভারত অনুন্নত বলেই বাইরে কাজ করতে যায় যুবসমাজ: প্রধানমন্ত্রী
মঙ্গলবার সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন ৷ তার মধ্য়ে দেশের সমস্ত জায়গায় সমান উন্নয়নের কথা বলেন ৷ সেই প্রসঙ্গে তিনি পূর্ব ভারতকে অনুন্নত বলে উল্লেখ করেন ৷