রাজনীতিতে যোগ দিয়েই এবার মামলায় জড়িয়ে পড়তে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? প্রাক্তন বিচারপতির বিরুদ্ধেই কী এবার হতে চলেছে মামলা? এবার এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।জানা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক গঙ্গোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, গত দু’বছরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রায়গুলির নেপথ্যে রাজনৈতিক ‘অভিসন্ধি’ রয়েছে কীনা জানতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হবে। আইনজীবী সঞ্জয় বসু বলেন, ‘গত প্রায় দু’বছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠা মামলা স্বতঃপ্রণোদিত ভাবে সিবিআই বা ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তাঁর পর্যবেক্ষণে। এখন তিনি আদালত ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিচ্ছেন। এর ফলে এটা স্পষ্ট যে, তিনি নির্দেশ ও রায় দিয়েছেন আইনের উপর দাঁড়িয়ে নয়। একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে’। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পএই ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘উনি স্পষ্ট করে সত্যিকথা বলেছেন, এর জন্যে ধন্যবাদ। উনি বলেছেন, ‘I approach BJP and BJP approached me।’ অর্থাৎ বিচারপতির আসনে বসে যে সময় তাঁর এজলাসে মামলার শুনানি হয়েছে, সেই সময় উনি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। বাকিটা সাধারণ মানুষের উপর ছেড়ে দিচ্ছি’। বিচারপতির পদে ইস্তফা দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ‘ডায়মন্ড হারবারের দুর্বৃত্ত দল আছে। দাঁড় করালে লক্ষ লক্ষ ভোট হারাব’। পাশাপাশি আরও চোখা চোখা বক্তব্যে নিজের আক্রমণ শাণিয়ে তুলে তিনি বলেন, ‘তাল পাতার সেপাহির নাম মানেই স্ল্যাং’।