ভারী বৃষ্টির জেরেই ফের বিপত্তি। বাড়ল যমুনার জলস্তর। আবারও তা পেরিয়ে গেল বিপদসীমা। রবিবার দিল্লিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর, শনিবার দিল্লি ও সংলগ্ন এলাকায় দিনভর ভারী বৃষ্টি হয়। এর ফলে জল জমার মতো সমস্যা দেখা গেছে একাধিক জায়গায়। বহু নিচু এলাকাও জলমগ্ন। হরিয়ানার হতনিকুন্ড জলধারা থেকে ফের জল ছাড়ার ফলে জলস্তর বেড়েছে যমুনার। গতকাল ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়। আজ সকালে যমুনার জলস্তর ছিল ২০৫.৭৫ মিটার। দিন কয়েক আগেই বন্যা পরিস্থিতি ছিল দিল্লিতে। যমুনা বিপদসীমার ৩ মিটার উপরে ছিল। মাঝে জলস্তর নামতে শুরু করতেই স্বাভাবিক অবস্থায় ফিরছিল দিল্লি। ফের বিপত্তি সেখানে।