কলকাতা

প্রগতি ময়দান থানার সামনে থেকে চুরি ওসি’র গাড়ি

পুলিশের চোখে ধুলো দিয়ে থানার সামনে থেকে চুরি গেল বড়বাবুর (ওসি) গাড়ি ৷ ঘটনার কিছুক্ষণের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে প্রগতি ময়দান থানা এলাকায় ৷ থানার পাশেই দাঁড় করানো ছিল কলকাতা পুলিশ লেখা ওসি’র সরকারি গাড়ি ৷ পুলিশ কর্মীদের চোখের সামনে থেকে গাড়িটি চালিয়ে নিয়ে চলে যায় চোর ৷ মুহূর্তের মধ্যে থানায় হুলুস্থুল পড়ে যায় । খবর চলে যায় শহরের প্রতিটি থানা-সহ লালবাজার কন্ট্রোল রুমে ৷ সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পারেন, কালো গেঞ্জি ও হাফপ্যান্ট পড়ে এক ব্যক্তি ওসি’র গাড়ির চালকের আসনে বসে গাড়িটি চালিয়ে নিয়ে চলে গিয়েছে ৷ অবশেষে সন্ধ্যায় কসবা থানা এলাকা থেকে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । জানা গিয়েছে, ধৃতের নাম ইমরান হোসেন । বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে । গ্রেফতারের পর প্রাথমিক জেরা করে পুলিশের অনুমান, যুবকের মানসিক সমস্যা রয়েছে । বিষয়টি খতিয়ে দেখছে লালবাজার ।