আজ ফের দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কবি ও গীতিকার জাভেদ আখতার। মঙ্গলবার দুপুর দুটোর আগেই অভিষকের বাসভবনে এসে পৌঁছন জাভেদ আখতার ও প্রাক্তন বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নী। প্রায় একঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাদের। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে জাভেদ আখতারের যে অবস্থান রয়েছে তা জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তা স্পষ্ট করে দেন। গত জুলাই মাসে মামতার সঙ্গে সাক্ষাত করেন জাভেদ আখতার।
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বরাবর সরব সেবার মমতার সঙ্গে সাক্ষাত শেষে দেশজুড়ে পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু সেই পরিবর্তনের মুখ মমতা কিনা তা তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেন, বাংলায় যেমন বদল হয়েছে তেমনি বদল চাই দেশেও। ফলে এবারেরর এই সাক্ষাতকার নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে।