নিজস্ব সংবাদদাতাঃ শহর কলকাতায়, এই মুহূর্তে উত্তুরে হাওয়াই কাঁপিয়ে দিচ্ছে তাপমাত্রার পারদ। কাল বিকেল থেকে টানা বৃষ্টি তাপমাত্রা আরও নামিয়ে এনেছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, যে পশ্চিমি ঝঞ্ঝা এবং উচ্চচাপ বলয়ের জন্য উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। কিন্তু বৃষ্টির জন্য় ঠাণ্ডা হাওয়ায় কাঁপছে কলকাতাবাসী। মেঘ কাটলেই সপ্তাহান্তে আরও কমতে পারে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীত পড়বে তখন শহর কলকাতায়। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আজ ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তরের দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি আজও। হালকা বৃষ্টি হবে নদিয়া ও দুই ২৪ পরগনায়। সকাল থেকেই মেঘলা আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬১ শতাংশ। শহরের এই মুহূর্তের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
একনজরে দেখে নেওয়া যাক সর্বনিম্ন তাপমাত্রা —
🔴 উত্তরবঙ্গ
🔴 দার্জিলিং- ১.৪
🔴 কালিম্পং- ৪.৫
🔴 শিলিগুড়ি- ৬.৭
🔴 জলপাইগুড়ি- ৮.৪
🔴 বালুরঘাট- ৯
🔴 কোচবিহার- ৮.৪
🔴 মালদহ- ১১.১
🔴 দক্ষিণবঙ্গ
🔴 আসানসোল- ১২.২
🔴 হুগলি- ১২.৫
🔴 বাঁকুড়া- ১৩.৩
🔴 বারাকপুর- ১২.৬
🔴 বহরমপুর- ৮.৪
🔴 বর্ধমান- ১৩
🔴 ক্যানিং- ১৩.৪
🔴 কাঁথি- ৯.৫
🔴 ডায়মন্ডহারবার- ১৩.৩
🔴 দিঘা- ১৪.২
🔴 দমদম- ১২.৭
🔴 হলদিয়া- ১৪.১
🔴 কলাইকুন্ডা- ১৪
🔴 কলকাতা- ১২.৩
🔴 কৃষ্ণনগর- ৭.৮
🔴 মেদিনীপুর- ১৪.৪
🔴 পানাগড়-১২.৬
🔴 পুরুলিয়া- ৯.৪
🔴 সল্টলেক- ১২.৭
🔴 শ্রীনিকেতন- ১২
🔴 উলুবেড়িয়া- ১১