বুধবারও সকাল থেকে পরিবেশ থমথমে ভাটপাড়া। বিভিন্ন জায়গায় চলছে আধাসেনার রুটমার্চ। মঙ্গলবার গভীর রাতে বোমা বিস্ফোরণে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। পুলিস ঘটনাস্থলে গিয়ে বোমা তৈরির মশলা উদ্ধার করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্জুন সিং অভিযোগ করেন, বোমা বাঁধতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। দুটি দেহই সাগর দত্ত হাসপাতালে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছে তৃণমূল। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় একাংশের মতে, অর্জুন সিংয়ের নির্দেশেই বোমা বাঁধতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার যে সংঘর্ষ শুরু হয়েছিল, সেই সংঘর্ষ চলে সোম ও মঙ্গলবার ধরে। উত্তেজনা রয়েছে কাঁকিনাড়া, টিটাগড়, জগদ্দলের বিস্তীর্ণ এলাকায়। পরিস্থিতি অনুযায়ী জারি করা হচ্ছে ১৪৪ ধারা। বিভিন্ন এলাকায় চলছে পুলিস ও আধাসেনার টহল। বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করলেন অর্জুন সিং। সোমবারই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে মঙ্গলবার বিকেলে এলাকায় যায় বিশাল পুলিস বাহিনী। জায়গায় জায়গায় চলছে আধা সামরিক বাহিনীর রুট মার্চ। আজ কিছুটা হলেও ছন্দে ফিরেছে ভাটপাড়া। সকাল থেকে খুলেছে দোকানপাট।