উন্নাওয়ে ধর্ষিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, একটি বাড়ি দেওয়ার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশে সরকার৷ সরকারের বক্তব্য, ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার হবে ঘটনার৷ এ দিন উন্নাওয়ে যোগী সরকারের দুই মন্ত্রী ধর্ষিতার বাড়িতে গেলে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন৷ এ দিন যোগী সরকারের মন্ত্রী কমল রানি বরুণ ও স্বামীপ্রসাদ মৌর্য যান মৃত মহিলার বাড়িতে৷ শনিবার বিকেলে মন্ত্রীদের কনভয় দেখেই গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন৷ স্লোগান দিতে থাকেন, ‘এখন কেন?’ বিক্ষোভ সামাল দিতে স্বামীপ্রসাদ মৌর্য বলেন, ‘দোষীদের কাউকে ছাড়া হবে না’৷