বিনোদন

এক স্ক্রিনে দীপিকা-ক্যাটরিনা

হলিউডের বিখ্যাত ছবি ‘চার্লিস অ্যাঞ্জেল’। বলিউডে যদি এই ছবির রিমেক হয় তাহলে দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফ-কে কাস্ট করা যেতে পারে। এমনই মত রানি মুখার্জির। অন্তত তাঁর হাতে রাশ থাকলে তিনি বোধহয় তাই করতেন।  কিন্তু হঠাৎ এমন অদ্ভুত খেয়াল কেন এল রানির মাথায়? অভিনেত্রী জানিয়েছেন, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনার অ্যাকশন তাঁর ভাল লেগেছে। আর দীপিকা পাড়ুকোন তো অ্যাকশন ফিল্মের জন্যই তৈরি হয়েছেন। তাই ‘চার্লিস অ্যাঞ্জেল’-এ তাঁদের একসঙ্গে মানাবে ভাল। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের জেরে দীপিকা-ক্যাটরিনার  মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছিল, তা আপাতত স্বাভাবিকের পথে। যদিও তাঁদের সম্পর্কের মধ্যে ঠান্ডা লড়াই মেটাতে নাকি অনুঘটকের কাজ করেছিলেন রণবীর সিং। তিনিই নাকি উদ্যোগী হয়ে দীপিকাকে বুঝিয়েছিলেন আর ক্যাটরিনাকে তাঁদের বিয়ের রিসেপশনের পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন। নিমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন ক্যাট। এমনকী অনুষ্ঠানের দিন শাড়িতে সেজে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েও আসেন তিনি।