জেলা

একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গে পরিস্থিতির আরও অবনতি, জলদাপাড়া অভয়ারণ্য সহ একাধিক জায়গায় ঢুকছে জল

গত কয়েকদিনে উত্তরবঙ্গ এবং নেপালে চলছে অবিরাম বৃষ্টি। যার জেরে উত্তরবঙ্গের পরিস্থিতির আরও অবনতি ঘটল। জল ঢুকতে শুরু করেছে আলিপুরদুয়ার ও কোচবিহারের একাধিক গ্রামে। এর মধ্যেই শনিবার সকালে জল ঢুকতে শুরু করেছে জলদাপাড়া অভয়ারণ্যে। যার জেরে সমস্যার মুখে বন্যাপ্রাণীরাও। ইতিমধ্যেই জলমগ্ন অভয়ারণ্য পরিদর্শন করেছেন বিডিও৷ বনকর্মীদের ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ পরিস্থিতির অবনতি হলে বন্যপ্রাণীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা করছে বনদপ্তর৷ এদিকে, প্রতি মুহূর্তে বাড়ছে রায়ডাক, বামনি, সংকোশ নদীর জলস্তর৷ ইতিমধ্যে জলের তোড়ে বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। একটানা বৃষ্টিতে বিভিন্ন রাস্তাতেও নেমেছে ধস৷ রাতভর ভারী বৃষ্টির জেরে কালিম্পংয়ের শ্বেতিঝোরায় ধস নেমেছে৷ যার ফলে বিপাকে পর্যটকরা৷