দেশ

‘এনকাউন্টার নয় গুলি বিনিময়েই মৃত্যু, আইন তার কর্তব্য পালন করেছে’, সাংবাদিক বৈঠক জানালেন পুলিশ কমিশনার

হায়দরাবাদঃ পুলিসের উপর গুলি চালানোর পরই পালটা গুলি চালানো হয়। তাতেই মৃত্যু হয়েছে হায়দরাবাদ কাণ্ডের ৪ অভিযুক্তের। সাংবাদিক বৈঠক করে জানাল তেলেঙ্গানা পুলিস। সাইবারাবাদের পুলিস কমিশনার ভিসি সজ্জনারের দাবি, ঘটনার পুনর্নিমাণের জন্য অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছিল পশু চিকিত্সকে পুড়িয়ে মারার জায়গায়। সেখানে পুলিসের হাত থেকে পালানোর চেষ্টা করে। লাঠি, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এরপর পুলিস কর্মীকে ঘায়েল করে পিস্তল নিয়ে পালায় অভিযুক্তরা। তেলেঙ্গানা পুলিসের দাবি, প্রথমে পুলিসকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। পালটা পুলিস গুলি চালালে মৃত্যু হয় তাদের। দুই অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিসের পিস্তল। তবে, এই ঘটনাকে এনকাউন্টার বলতে নারাজ পুলিস কমিশনার সজ্জনার।