দেশ

কর্নাটকে সরকার বাঁচাতে বিজেপিকে উপনির্বাচনে ৬টি আসন জিততেই হবে

কর্নাটকের ১৫ টি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে সকাল ৭টা থেকে। চলবে সন্ধে ৬ টা পর্যন্ত এই নির্বাচন কর্নাটকের সরকার পক্ষ অর্থাত্‍ বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ২২৫ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে গেলে ৬ টি আসনে জিততেই হবে বিজেপিকে। এই ১৫ টি বিধানসভা আসন রয়েছে কর্নাটকের দক্ষিণ এবং উত্তর পশ্চিম অংশে। যে আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে সেগুলি হল আথানি, কাগোয়াড, গোকক, ইয়েল্লাপুরা, হিরেকেরুর, রানিবেন্নুর, বিজয়নগর, চিকবাল্লাপুরা, কেআরপুরা, ইয়াবসবন্তপুরা, মহালক্ষ্মী লেআউট, শিবাজিনগর, হোসাকোটে, কেআরপেটে, হুনসুর। ১৫ টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩৮ লক্ষ। ১৫ টি কেন্দ্রে বুথের সংখ্যা ৪১৮৫। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৮৮৪ টি।