কলকাতাঃ ক্ষমতায় আসার পর রাজ্যের সমস্ত সরকারি ভবন-সেতুতে সাদা-নীল রং লাগানো বাধ্যতামূলক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য সেই তাল কাটল মিলেনিয়াম পার্কের টিকিট কাউন্টারে। শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে মিলেনিয়াম পার্কের সরকারি অফিস ঘর গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠল বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। আগে সেটির রং ছিল নীল–সাদা। শনিবার সন্ধেয় সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন করার কথা। তার আগেই রং বদলের এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, কেন এমন হল, তা খতিয়ে দেখা হবে। মিলেনিয়াম পার্কের রক্ষণাবেক্ষণের ভার কেএমডিএ–র। জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপলক্ষে তা সাজিয়ে তোলার জন্য কলকাতা বন্দর মিলেনিয়াম পার্ক কেএমডিএ–র হাত থেকে নিয়েছিল। কিন্তু রং বদল নিয়ে কারও কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।