দেশ

কাগজ নেই নরেন্দ্র মোদির, তবুও জন্মসূত্রেই নাগরিক জানাল প্রধানমন্ত্রী দফতর

নরেন্দ্র মোদি নিজেই নাগরিকত্বের প্রমাণ দিতে পারলেন না, অথচ দেশবাসীর কাছে কাগজ চাইছেন, জল্পনা তুঙ্গে

দেশ যখন সংশোধিত নাগরিকত্ব আইন বিতর্কে সরগরম তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্ব প্রমাণের কাগজ রয়েছে কিনা তার খোঁজ নেন এক ব্যক্তি।  আর তার জবাবে প্রধানমন্ত্রীর দফতর জানিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোনও কাগজপত্র নেই, জন্মসূত্রেই তিনি ভারতীয়। তথ্যের অধিকার আইনে (আরটিআই) মোদির নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনই জানাল প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। ফলে শুরু হয় বিতর্ক। শুধু বিতর্ক নয় গোটা দেশে বিক্ষোভ প্রাণও নিয়েছে অনেক। সেই আবহেই খোদ প্রধানমন্ত্রীর নাগরিকত্বের নথি আছে কি না তা জানতে চেয়ে ১৭ জানুয়ারি তথ্য জানার অধিরকার আইনে আবেদন করেন শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি। সেই আবেদনের জবাবে প্রধানমন্ত্রীর দফতরের সচিব প্রবীণ কুমার লেখেন, ‘১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী জন্মসূত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় নাগরিক। তাই নথিভুক্তকরণের মাধ্যমে ভারতীয় হলে যে সার্টিফিকেট মেলে, তা প্রধানমন্ত্রীর কাছে থাকার প্রশ্নই উঠছে না।’