দেশ

কাশ্মীরে বিক্ষোভ প্রদর্শন, গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোন-মেয়ে

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন সিএম এবং ন্যাশনাল কনফারেন্সের এমপি ফারুক আবদুল্লাহর বোন ও মেয়েকে মঙ্গলবার পুলিশ হেফাজতে নিয়েছে। আবদুল্লাহর বোন সুরাইয়া ও কন্যা সাফিয়া ৩৭০ ধারা অপসারণ নিয়ে শ্রীনগরে একটি প্রতিবাদে আন্দোলনে অংশ নিয়েছিলেন৷ প্রথমে তাঁদের দু’জনকেই পুলিশ আটক করে। পরে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে৷৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল হওয়ার পরে বেশিরভাগ নেতাকে গৃহবন্দী করা হয়। ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহও হেফাজতে রয়েছেন। ফারুক আবদুল্লাহর উপর জননিরাপত্তা আইন আরোপ করা হয়েছে। পিএসএ একটি আইন যার মধ্যে কাউকে বিনা বিচারে গ্রেপ্তার করে দুই বছরের হেফাজতে রাখা যেতে পারে। প্রাক্তন সিএম মেহবুবা মুফতিও গৃহবন্দি রয়েছেন। আরও অনেক নেতা এবং সংগঠনের লোকদেরও গ্রেপ্তার করা হয়। উপত্যকায় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা রয়েছে। এই পরিস্থিতিতে উপত্যকায় এখনও পর্যন্ত কেবল পোস্টপেইড মোবাইলগুলি চালানো হয়েছে। ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রাখা রয়েছে৷ ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার সংসদে একটি বিল প্রবর্তন করে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারাটি বাতিল করে৷ রাজ্যটি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত। যার পরে রাজ্যে উত্তেজনার পরিবেশ রয়েছে। বিশেষত, কাশ্মীরে দুই মাসেরও বেশি সময় ধরে কারফিউ জাতীয় পরিস্থিতি রয়েছে। সম্প্রতি বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷ এর পরেই সাফিয়া ও সুরাইয়া সরকারের বিরুদ্ধে শ্রীনগরে একটি প্রতিবাদ সভা করে৷ তার জেরেই তাদের পুলিশ গ্রেফতার করে৷